সিলেটের এমসি কলেজে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকাল ৪টায় পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য এ কে আবদুল মোমেন ম্যুরালটি উদ্বোধন করেন।
উদ্বোধনকালে ড. মোমেন বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়নে কাজ করছেন তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়তে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এজন্য সবাইকে এক হয়ে কাজ করতে হবে। দৃষ্টিনন্দন ম্যুরালটি বঙ্গবন্ধুকে জানতে নতুন প্রজন্মকে আগ্রহী করবে।
এসময় এমসি কলেজের অধ্যক্ষ নিতাই চন্দ্র চন্দ, সিটি কাউন্সিলর আজাদুর রহমান আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান পররাষ্ট্রমন্ত্রী ও এমসি কলেজ কর্তৃপক্ষ।
বিডি প্রতিদিন/আরাফাত