সিলেট নগরীর হজরত শাহজালাল (রহ.) মাজারের পেছনের ফটক এলাকা থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল ১১টার দিকে সিলেট কোতোয়ালি মডেল থানা পুলিশ লাশটি উদ্ধার করে।
সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম মিয়া জানান, যুবকের বয়স আনুমানিক ৩৫ বছর হবে। তাঁর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। এটি হত্যা নাকি আত্মহত্যা, সেটা পুলিশ খতিয়ে দেখছে। তার কপালে আঘাতের চিহ্ন রয়েছ। ময়নাতদন্তের জন্য লাশ সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার