সিলেটে এক তরুণ মণিপুরী সংস্কৃতিকর্মীকে অপহরণ চেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মণিপুরী জনগোষ্ঠী ও সুশীল সমাজের উদ্যোগে এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, তরুণ সংস্কৃতিকর্মী প্রণব সিংহ বাপ্পুকে গত সোমবার রাতে অপহরণের চেষ্টা করা হয়। এ বিষয়ে মঙ্গলবার কোতোয়ালী থানায় জিডি করা হয়েছে। যারা এই অপহরণ চেষ্টার সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় আনতে হবে।
বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সিলেটের বিভাগীয় সভাপতি অনিল বিষন সিংহের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন কবি ও গবেষক এ কে শেরাম, রথযাত্রা উদযাপন কমিটির সম্পাদক নৃপেন্দ্র সিংহ, হিউম্যান রাইটস ডিফেন্ডার্স ফোরাম সিলেটের সদস্যসচিব লক্ষ্মীকান্ত সিংহ, সাংবাদিক রবিকিরণ সিংহ রাজেশ, সাংস্কৃতিক সংগঠন এমকা’র সভাপতি দিগেন সিংহ প্রমুখ।
বিডি প্রতিদিন/এনায়েত করিম