গণপরিবহন সেবায় সিলেট নগরীর রাস্তায় নেমেছে ‘নগর এক্সপ্রেস’। ২১টি বাস নিয়ে বুধবার থেকে যাত্রা শুরু করেছে এই গণপরিবহন সার্ভিস। বিকেলে বুধবার নগরভবন থেকে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন আনুষ্ঠানিকভাবে বাস সার্ভিসের উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, গণপরিবহন চালু হওয়ায় নগরবাসী উপকৃত হবেন। তারা সহজে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারবেন। তবে যাত্রীদের নিরাপত্তা ও সেবা নিশ্চিতে তিনি বাসগুলোতে দক্ষ চালক নিয়োগের সুপারিশ করেন।
এদিকে, উদ্বোধনী অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী আরও জানিয়েছেন, শিগগিরই সিলেট থেকে চট্টগ্রামে নতুন ট্রেন চালু হবে। এছাড়া বর্তমানে চলমান ট্রেনগুলোতেও উন্নতমানের বগি সংযোজন করা হবে।
সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও নগর এক্সপ্রেস সিটি বাস মালিক গ্রুপের আহবায়ক মখলিছুর রহমান কামরানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবু তাহের মো. শোয়েব, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান, সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সিটি করপোরেশনের প্যানেল মেয়র তৌফিক বক্স লিপন, সিলেট চেম্বারের পরিচালক এহতেশামুল হক চৌধুরী প্রমুখ।
সিটি করপোরেশন সূত্র জানায়, প্রতিদিন বাসগুলো চলবে দুটি রুটে। সিলেট শহরতলির টুকেরবাজার থেকে বন্দরবাজার হয়ে বাস যাবে হেতিমগঞ্জে এবং টুকেরবাজার থেকে বন্দরবাজার হয়ে বাস যাবে বটেশ্বরে।
জানা গেছে, ‘নগর এক্সপ্রেস’ বাসের জন্য ২৮টি স্টপেজ (যাত্রীদের ওঠা-নামার স্থান) থাকবে। নগরীর বন্দরবাজার, আম্বরখানা, টিলাগড়, মদিনা মার্কেট, চৌকিদেখী, কদমতলি, শহরতলির পীরেরবাজার, ক্যান্টনমেন্ট, বটেশ্বর, টুকেরবাজারসহ ২৮টি স্থানে বর্তমানে যাত্রী ছাউনি নির্মাণের কাজও চলছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার