সিলেট নগরীর টিলাগড় এলাকার এমসি কলেজের প্রধান ফটকের সামনে থেকে কার্তুজ ও দেশীয় তৈরি ওয়ান শুটার গানসহ দুইজনকে আটক করেছে র্যাব। বুধবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ইসলামপুর গ্রামের কলমদর আলীর ছেলে মো. কামরুল হাসান কাজল ও একই উপজেলার বাগময়না গ্রামের আব্দুন নুরের ছেলে মো. হোসেন আহমেদ। তাদের বিরুদ্ধে শাহপরাণ থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক