সিলেটে বিজ্ঞান আন্দোলন মঞ্চের উদ্যোগে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে সূর্যগ্রহণ দেখতে এসে অভিভূত দর্শনার্থীরা। এ সময় প্রায় ৪০০ দর্শনার্থী এই সূর্যগ্রহণ পর্যবেক্ষণ করেন।
বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সোলার ফিল্টারের মাধমে সূর্যগ্রহণ দেখার আয়োজন করা হয়।
এ সময় বিজ্ঞান আন্দোলন মঞ্চ সিলেটের বিভাগীয় সমন্বয়কারী প্রণব জ্যোতি পাল সূচনা বক্তব্য দেন। সূর্যগ্রহণ পর্যবেক্ষণকালে উপস্তিত ছিলেন আন্দোলন মঞ্চের উপদেষ্টা আবু জাফর, বীর মুক্তিযোদ্ধা পান্না লাল রায়।
বিজ্ঞান আন্দোলন মঞ্চের মাধ্যমে সূর্যগ্রহণ পর্যবেক্ষণ করতে পেরে অভিভূত হন দর্শনার্থীরা।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন