সিলেটে ইয়াবাসহ মা ও মেয়েকে আটক করেছে র্যাব। আজ শুক্রবার তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে জকিগঞ্জ উপজেলার বড়পাথর মাদ্রাসা বাজার থেকে ৭৮৫ পিস ইয়াবাসহ তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার মোল্লাপাড়ার মানিক মিয়ার স্ত্রী শাহানা বেগম (৩৪) ও তার মেয়ে রোজিনা আক্তার মুক্তা (১৫)। আটক হওয়া মা ও মেয়ে পেশাদার মাদক ব্যবসায়ী বলে জানিয়েছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান।
এদিকে, গত বৃহস্পতিবার দিবাগত রাত ১২টায় সিলেটের গোলাপগঞ্জ পৌরসভার গেইটের সামনে থেকে ইয়াবার চালানসহ তিনজনকে আটক করে র্যাব। তাদের কাছ থেকে ৮ হাজার ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন গাজীপুর জেলার জয়দেবপুর থানার টাকশাল এলাকার তরিকুল ইসলাম রাজিব (৩১), একই থানার শিমুলতলী এলাকার মো. মনির (২১) ও গাজীপুর ক্যান্টনমেন্ট এলাকার বিশ্বাস মো. আসিফ আফরোজ মৌসুম (২৩)। একটি প্রাইভেট কারে করে তারা ইয়াবা নিয়ে সিলেট শহরের দিকে আসার পথে তাদেরকে আটক করে র্যাব।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ