সীমান্ত দিয়ে আমদানি নিষিদ্ধ ভারতীয় নাসির বিড়ি প্রাইভেটকারে করে নিয়ে যাওয়ার সময় চোরাকারবারিদের ধাওয়া করে একদল ছিনতাইকারী। ছিনতাইকারীদের হাত থেকে বাঁচতে গাড়ি দ্রুত চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খায় প্রাইভেটকারটি। এসময় চোরাকারবারিদের ওই গাড়িতে আগুন ধরে যায়।
আজ শুক্রবার ভোরে দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানাধীন শ্রীরামপুর বাইপাস এলাকায় এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে গাড়িটির আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
জানা গেছে, সিলেট সীমান্ত দিয়ে ভারত থেকে আমদানি নিষিদ্ধ ভারতীয় নাসির বিড়ি প্রাইভেটকারে করে সিলেটে নিয়ে আসছিল চোরাকারবারিরা। শ্রীরামপুর বাইপাসে আসার পর চোরাকারবারীদের গাড়িটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে ছিনতাইকারীরা। এসময় গাছের সাথে ধাক্কা লেগে প্রাইভেটকারে আগুন ধরে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই প্রাইভেটকারটি ফেলে চোরাকারবারি ও ছিনতাইকারীরা পালিয়ে যায়।
মোগলাবাজার থানার এএসআই আব্দুল জলিল জানান, ঘটনার খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। কিন্তু সেখানে গিয়ে তারা কাউকে পাননি। ঘটনাস্থল থেকে ভারতীয় নাসির বিড়িসহ অগ্নিদগ্ধ একটি প্রাইভেট কার ও অক্ষত আরেকটি প্রাইভেট কার উদ্ধার করা হয়।
বিডি-প্রতিদিন/ সিফাত আব্দুল্লাহ