মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বড়মচালে তারাকান্দি ফারটিলিজার মালবাহি ট্রেনের ১টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে সিলেটের সাথে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে গেছে।
বড়মচার স্টেশন মাস্টার পার্থ তালুকদার বগি লাইনচ্যুতের বিষয়টি নিশ্চিত করে বলেন, বগিটির উদ্বার কাজ চলছে। আশা করি ঘণ্টাখানেকের মধ্যে রেল যোগাযোগ স্বাভাবিক হয়ে যাবে।
বিডি প্রতিদিন/ফারজানা