সিলেটের বিয়ানীবাজারে এক নির্মাণ শ্রমিকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার রাতে উপজেলার লাউতা ইউনিয়নের টিকরপাড়া ও নন্দিরফল এলাকার মধ্যবর্তী একটি তালগাছের নিচ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় আজ রবিবার পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
নিহত নির্মাণ শ্রমিক নজরুল ইসলাম লাউতা ইউনিয়নের নন্দিরফল গ্রামের খলিল মিয়ার ছেলে।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনী শংকর কর জানান, তালগাছের নিচে লাশটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয় লোকজন। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান ওসি।
বিডি প্রতিদিন/এনায়েত করিম