সিলেটের বিশ্বনাথ উপজেলার প্রধান নদী ‘বাসিয়া’র দু’তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ, নদীর উৎসমুখ খননের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ‘বাচাঁও বাসিয়া নদী ঐক্য পরিষদ’ ও সচেতন বিশ্বনাথ সমাজ কল্যাণ সংস্থার ব্যানারে রবিবার বিকেল ৩টায় বাসিয়া সেতুতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সংগঠনের আহবায়ক ফজল খানের সভাপতিত্বে ও সদস্য সচিব আব্দুল বাতেনের পরিচালনায় মানববন্ধন পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার তৈয়ব আলী, পুরানবাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি মনির হোসেন, সমাজ সেবক শেখ মো. মনির মিয়া, আওয়ামী লীগ নেতা সমর কুমার দাশ, বাঁচাও হাওর আন্দোলনের আহবায়ক সাজিদুর রহমান সুহেল, বিশ্বনাথ প্রেসক্লাব সহ-সভাপতি তজম্মুল আলী রাজু, যুগ্ম-সম্পাদক এমদাদুর রহমান মিলাদ, কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন, সাংবাদিক শফিকুল ইসলাম শফিক, বাঁচাও বাসিয়া নদী ঐক্য পরিষদের সদস্য সচিব শামছুল ইসলাম মোমিন, বাসিয়া নাট্য কল্যাণ সংস্থার সভাপতি সিরাজুল ইসলাম, যুবলীগ নেতা শামছুল ইসলাম, সচেতন সমাজ কল্যাণ সংস্থার যুগ্ম-আহবায়ক এস.এ. সাজু ও রাসেল আহমদ প্রমুখ।
বিডি-প্রতিদিন/শফিক