জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় সিলেট শিক্ষাবোর্ডে পাসের হারে ছেলেদের চেয়ে এগিয়ে রয়েছেন মেয়েরা। ছেলেদের পাসের হার ৯২ দশমিক ০৩ এবং মেয়েদের পাসের হার ৯৩ দশমিক ৩৬ শতাংশ। মোট ৩ হাজার ৭৭৩ টি জিপিএ-৫ এর মধ্যে মেয়েরা পেয়েছে ২ হাজার ২৩৫টি আর ছেলেরা পেয়েছে ১ হাজার ৫৩৮ টি।
প্রকাশিত ফলাফলে এ বছর সিলেট বোর্ড থেকে অংশ নেওয়া ১ লাখ ৫৩ হাজার ৫৯৯ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ১ লাখ ৪২ হাজার ৫৩২ জন। পাসের হার ৯২.৭৯ শতাংশ। এরমধ্যে ছেলেরা ৬৫ হাজার ৭৭৩ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন ৬০ হাজার ৫৩৪ জন।
মেয়েরা ৮৭ হাজার ৮২৬ জন পরীক্ষায় অংশ নিয়ে ৮১ হাজার ৯৯৮ জন পাস করেছেন। এবার জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৭৭৩ জন। গতবার জিপিএ-৫ পেয়েছিল ১ হাজার ৬৯৮ জন। এবার জিপিএ-৫ প্রাপ্তদের সংখ্যা গতবারের দ্বিগুণেরও অধিক।
বিডি প্রতিদিন/আরাফাত