সিলেটে বাম গণতান্ত্রিক জোটের সমাবেশে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ ওঠেছে। মঙ্গলবার বিকাল ৪টায় নগরীর বন্দরবাজার সিটি পয়েন্টে এই হামলা করা হয়। হামলায় কয়েকজন আহত হয়েছেন বলে দাবি করেছে বাম গণতান্ত্রিক জোট।
জানা গেছে, গতকাল সোমবার ঢাকায় বাম জোটের মিছিলে পুলিশ লাঠিচার্জ করে। এর প্রতিবাদে সিলেটে আজ মঙ্গলবার বিকালে বিক্ষোভ সমাবেশ করে বাম গণতান্ত্রিক জোট। বন্দরবাজার সিটি পয়েন্টে এ সমাবেশে হামলা চালানো হয়।
সিলেট জেলা বাম গণতান্ত্রিক জোট ও বাসদ সমন্বয়ক আবু জাফর জানান, আওয়ামী লীগ নেতা ফারুক আহমদ ওরফে কালা ফারুকের নেতৃত্বে ২০-২৫ লোক সমাবেশে হামলা চালায়। হামলায় তিনি নিজে (আবু জাফর), বাসদ (মার্কসবাদী) এর রুবাইয়াত রুবা, ছাবিহা নওশিন, ছাত্র ইউনিয়নের শ্রাবণ সরকার, অনির্বাণসহ কয়েকজন আহত হন। হামলার পর তারা জনতাকে সঙ্গে নিয়ে প্রতিরোধ করলে হামলাকারীরা বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে ঢুকে পড়ে। পুলিশ হামলাকারীদের বাইরে বের করে দেয়নি।
এদিকে, সিটি পয়েন্টে সমাবেশে আবু জাফরের সভাপতিত্বে ও ছাত্র ইউনিয়ন সাধারণ সম্পাদক নাবিল এইচের পরিচালনায় বক্তব্য রাখেন বাসদ (মার্কসবাদী) জেলা আহ্বায়ক উজ্জল রায়, সিপিবি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আনোয়ার হোসেন সুমন, ইউসিবিএল সাধারণ সম্পাদক এম এ হাসিব, বাসদ নেতা প্রণব জ্যোতি পাল, ছাত্র ফ্রন্ট মহানগর সভাপতি সঞ্জয় কান্ত দাশ, ছাত্র ইউনিয়ের মনীষা ওয়াহিদ।
সমাবেশের শেষপর্যায়ে হামলার ঘটনা ঘটে। হামলার পর বাম গণতান্ত্রিক জোট সিটি পয়েন্ট থেকে মিছিল বের করে শহীদ মিনারে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে।
এদিকে বামজোটের সমাবেশে হামলার তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন বাংলাদেশ জাসদ সিলেট মহানগর শাখার সভাপতি জাকির আহমদ ও সাধারণ সম্পাদক নাযাত কবির।
এ প্রসঙ্গে নগরীর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সেলিম মিঞা বলেন, আমরা শুনেছি কয়েকজন লোক হামলা করেছে। তবে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কাউকে পায়নি। অভিযোগ পেলে এ বিষয়ে আমরা ব্যবস্থা গ্রহণ করবো।
বিডি প্রতিদিন/আরাফাত