২৪ জানুয়ারি, ২০২০ ১৭:১৩

শ্রীমঙ্গলে পিঠা উৎসব

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

শ্রীমঙ্গলে পিঠা উৎসব

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। এর আয়োজন করেছে অধ্যায় নামে একটি সংঘঠন। শুক্রবার সকালে জেলা পরিষদ অডিটোরিয়াম প্রাঙ্গণে এ পিঠা উৎসবের উদ্বোধন করেন  উপজেলা সহকারী কমিশনার (ভ‍ূমি) মো. মাহমুদুর রহমান মামুন। 
প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান রনধীর কুমার দেব। উপস্থিত ছিলেন ডা. বিনেন্দু ভৌমিক, অধ্যপক অবিনাশ আচার্য্য, শিক্ষক জহর তরফদার, প্রনবেশ চৌধুরী, সজল কুমার দাস, অনুপ ভট্টাচর্য্য প্রমুখ। সঞ্চালনায় ছিলেন এস কে দাস সুমন।

উৎসবে পিঠা নিয়ে ১০টি ষ্টল বসেছিল। এসব ষ্টলে ছিল হরেক রকমের বাহারি পিঠার আয়োজন। মৌসুমী পিঠার বিশেষ আর্কষণ ছিল দুধ লাউ, সঙ্গে ছিল ডিম সুন্দরীসহ অনেক পিঠা। আর দি লাইফ্স গুড পিঠা ঘরে বিশেষত্ব ছিল নারকেল কলাই আর ডিম সুন্দরী। এছাড়া বিভিন্ন ষ্টলে ছিল ভাজা পুলি, লবন পিঠা, লবঙ্গ লতিকা, গাজরের বরফি, ক্ষিরের পাটি সাপটা। এছাড়া দিনব্যাপী ছিল নৃত্য, কবিতা আর গান। অধ্যায় সদস্যদের পরিবেশনায় ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। 
বিডি প্রতিদিন/আল আমীন

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর