সিলেটের বিশ্বনাথের নতুন বাজারের রামধানা সড়কে অবস্থিত সেবা বেকারীকে ২০ হাজার টাকা ও বৈরাগী বাজারের মদিনা ফুড বেকারীকে ২৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) এই আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কামরুজ্জামান।
জানা গেছে, দীর্ঘদিন ধরে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য/খাদ্য সামগ্রী উৎপাদন করে আসছে সেবা বেকারী ও মদিনা ফুড বেকারী। তাদের উৎপাদিত পণ্য/খাদ্য সামগ্রীতে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ না দিয়েই সেগুলো তারা বাজারজাত করে আসছে বলেও অভিযোগ রয়েছে।
মঙ্গলবার সেবা বেকারী ও মদিনা ফুড বেকারীতে অভিযান চালিয়ে এসব অভিযোগের সত্যতা পান নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কামরুজ্জামান। তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ও ৫৩ ধারায় বেকারী দুটিকে ৪৫ হাজার টাকা জরিমানা করেন।
বিডি প্রতিদিন/হিমেল