সিলেটের বিশ্বনাথে ধারালো অস্ত্র দিয়ে বুকে, পেটে ও পায়ে একাধিক আঘাত করে হত্যা করা হয়েছে হাফিজ নূরুল আমীন (২৫) নামের এক মাদ্রাসা ছাত্রকে।
বৃহস্পতিবার ভোরে সদর ইউনিয়নের পুরাণ সিরাজপুর গ্রামের সেলিম মিয়ার বাড়িতে ঘটনাটি ঘটে।
খবর পেয়ে রাতেই লাশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
হাফিজ নূরুল আমীন ওরফে লাইস মিয়া বিশ্বনাথ দারুল উলুম কামিল মাদ্রাসার আলীম পরীক্ষার্থী ছিল ও সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার শ্রীরামসী গ্রামের মৃত সজ্জাদ আলীর ছেলে।
ঘটনার সাথে জড়িত থাকা সন্দেহে লজিং বাড়ির গৃহকর্তা সেলিম মিয়া ও তার ছেলে আশফাক আহমদ রাতুলকে হেফাজতে নিয়েছে থানা পুলিশ।
লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করার সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার ওসি শামীম মুসা বলেন, জিজ্ঞাসাবাদের জন্যে বাবা ও ছেলেকে পুলিশের হেফাজতে রাখা হয়েছে। বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে পুলিশ।
বিডি প্রতিদিন/আরাফাত