করোনাভাইরাসের কারণে সবাই যখন গৃহবন্দি, তখন শ্রমজীবী আর নিম্নবিত্তদের পরিবারে চলছে নিরব কান্না। সেই বোবা কান্নার আওয়াজ আঘাত করেছে ব্যাডমিন্টন খেলোয়াড়দের। তাই এই দুঃসময়ে খাদ্য সহায়তা নিয়ে তারা বেরিয়ে পড়েছেন অসহায়দের ঘরে ঘরে।
‘মানবসেবায় ব্যাডনিমন্টন পরিবার’ -এই ব্যানারে তারা এখন সিলেট বিভাগের বিভিন্ন স্থানে দুর্দশাগ্রস্ত মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন খাদ্য সামগ্রী।
করোনাভাইরাস সংক্রমণ আতঙ্কে কর্মহীন হয়ে পড়েছেন সুনামগঞ্জের সোনাপুর বেদেপল্লীর ১০০ বেদে পরিবার। এই খবর পেয়ে বেদেপল্লীতে ছুটে যান ‘মানবসেবায় ব্যাডমিন্টন পরিবার’।
জাতীয় ব্যাডমিন্টন খেলোয়াড় মোহাম্মদ আম্মার, মৌলভীবাজারের ব্যাডমিন্টন খেলোয়াড় মো. ইদ্রিস ও জাবেদ আহমদ নৌকা বোঝাই খাদ্যসামগ্রী নিয়ে যান বেদে পল্লীতে। প্রতি পরিবারের হাতে তুলে দেন ১৫ দিনের প্রয়োজনীয় খাদ্য সামগ্রী। এছাড়াও সুনামগঞ্জ ও মৌলভীবাজারসহ সিলেট বিভাগের বিভিন্ন জায়গায় ব্যাডমিন্টন খেলোয়াড়দের পক্ষ থেকে ১৫ দিন থেকে এক মাসের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
বিডি প্রতিদিন/আরাফাত