বড় বড় চোখে তীক্ষ্ণ দৃষ্টি, প্রশস্ত মাথা, মাংসল ঘাড়, সুঠাম দেহ, বিশাল গোঁজ, মসৃণ দেহে সাদা ও কালো রংয়ের সংমিশ্রণে আর সাহসী হুঙ্কার সব মিলিয়ে বাদশাহী চাল-চলন। তাই এই বিশাল ষাঁড়ের নাম রাখা হয়েছে ‘বাদশা’।
সিলেটে পশুর হাট ইতোমধ্যে শুরু হয়ে উঠেছে। গৃহে পালিত, খামারে লালিত চোখ জুড়ানো পশু শহরের বিভিন্ন হাট বাজারে আসতে শুরু করেছে! বরাবরের মতো এবার দেশী গরুর চাহিদা বেশী থাকায় দেশী গরুর আধিপত্যে রয়েছে বাজারে কিংবা ফার্মে। সেই আধিপত্যে বিস্তার করতে এবার বাজারে কাজির বাজারে উঠছে ‘বাদশা’।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মখরমপুর গ্রামের লালিত পালিত হওয়া ‘বাদশা’র মূল্য হাঁকা হচ্ছে ১৫ লাখ টাকা।
বাদশা’র মালিক ফয়জুর রাহমান হাবিব জানান, গতবার কোরবানির বাজারে বাদমার দাম ৭ লাখ টাকা উঠে। কিন্তু তিনি বিক্রি করেননি। এবার তিনি দাম চাচ্ছেন ১৫ লাখ। বাজারে তোলার জন্য বাদশাকে জগন্নাথপুর থেকে সিলেটের আখালিয়ায় একটি বাসায় এনে রেখেছেন তিনি। আগামীকাল সোমবার তাকে কাজির বাজারে তোলা হবে।
বিডি প্রতিদিন/আরাফাত