ঈদুল আজহার রাতে চোলাই মদ খেয়ে রাস্তায় মাতলামি করার অপরাধে দুই যুবককে গ্রেফতার করেছে সিলেটের বিশ্বনাথ থানা পুলিশ।
তারা হলো সদর ইউনিয়নের চান্দশীর কাপন (বিদায়সুলপানি) গ্রামের মৃত ইউনুছ আলীর ছেলে বদরুল আহমদ বাপ্পি (২৫) ও তার সহযোগী একই গ্রামের আবুল কালাম (৩০)।
ঈদের দিন রাত পৌনে ১টায় থানার বিশ্বনাথ পুরানবাজারের উত্তরা ব্যাংকের সামন থেকে তাদের আটক করা হয়। এসময় তারা মাতাল ছিলো বলে জানিয়েছে পুলিশ।
আজ রবিবার তাদের সিলেট কোর্টে প্রেরণ করা হয়েছে।
এর সত্যতা স্বীকার করে বিশ্বনাথ পুলিশ স্টেশনের উপ-পরিদর্শক (এসআই) গোপেশ দাস বলেন, মাদক সেবন ও মাতলামি করার অপরাধে তাদের আটক করা হয়। পুলিশ বাদী হয়ে নিয়মিত মামলা দিয়ে আসামিদের আজ সিলেট কোর্টে পাঠানো হয়েছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন