১৫ নভেম্বর, ২০২০ ০৯:০২

বান্ধবীকে ক্যাম্পাসে প্রবেশে বাধা, জাবির নিরাপত্তা প্রহরীকে মারধরের অভিযোগ

অনলাইন ডেস্ক

বান্ধবীকে ক্যাম্পাসে প্রবেশে বাধা, জাবির নিরাপত্তা প্রহরীকে মারধরের অভিযোগ

অভিযুক্ত মির্জা সোহাগ

বান্ধবীকে ক্যাম্পাসে প্রবেশে বাধা দেওয়ায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর বিরুদ্ধে নিরাপত্তা প্রহরীকে মারধরের অভিযোগ উঠেছে। অভিযুক্ত মির্জা সোহাগ বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।

গতকাল শনিবার বিকাল সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে। মারধরের শিকার নিরাপত্তা প্রহরী মো. আমিনুর ইসলাম এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বরাবর অভিযোগ জানিয়েছেন। রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) রাহিমা কানিজ অভিযোগপত্র পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

আমিনুর ইসলাম অভিযোগপত্রে বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর বন্ধু পরিচয়ে এক নারী ডেইরি গেট (প্রধান ফটক) দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করার জন্য আমাকে ফোন ধরিয়ে দেন। ফোনের অপর প্রান্ত থেকে বাংলা বিভাগ ৪৬ ব্যাচের পরিচয় দিয়ে ওই মেয়েকে ঢুকতে দিতে বলা হয়। বিষয়টি আমি আমার ঊর্ধ্বতন অফিসারকে জানাতে বললে তিনি ক্ষিপ্ত হয়ে আমাকে গালিগালাজ শুরু করলে আমি মেয়েটিকে ক্যাম্পাসে প্রবেশ করতে দেই। এর কিছুক্ষণ পরেই ওই শিক্ষার্থী এসে আমাকে গালিগালাজ ও মারধর করে। বর্তমানে আমি ভয়ের মধ্যে আছি।

অভিযুক্ত সোহাগের দাবি, মারধরের মতো কোনো ঘটনা ঘটেনি।

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর