দুই মানবপাচারকারীর বিরুদ্ধে সোমবার সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ২য় আদালতে সাক্ষ্য প্রদান করেছেন ১৪ রোহিঙ্গা। পরে মানবপাচারকারীদের জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন আদালত।
রবিবার সকালে সিলেট মহানগরীর দক্ষিণ সুরমার হুমায়ুন রশীদ চত্বর থেকে দুই মানবপাচারকারী ও ১৪ রোহিঙ্গাকে আটক করে র্যাব। পরে মানবপাচারকারী কক্সবাজার উখিয়ার কুতুপালং ক্যাম্প (৪) এর হামিদের ছেলে মো. সাদেক (২২) ও সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা গ্রামের মৃত রিয়াজের ছেলে মো. সেলিম আহমেদের (২৩) বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় মামলা করা হয়। মামলায় তাদেরকে গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করা হয়।
দক্ষিণ সুরমা থানার এসআই শিপলু আহমদ জানান, আদালতে ১৪ রোহিঙ্গাকেও হাজির করা হয়। তারা মানবপাচারকারীদের বিরুদ্ধে সাক্ষী হিসেবে ১৬৪ ধারায় সাক্ষ্য প্রদান করেন। পরে বিচারক সাইফুর রহমান দুই মানবপাচারকারীকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
তিনি আরও জানান, রোহিঙ্গাদের কক্সবাজারের উখিয়া ক্যাম্পে প্রেরণে আদালতের আবেদন জানানো হয়েছে। এ বিষয়ে আদালতের নির্দেশনা পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এর আগে রবিবার র্যাব-৯ এর এএসপি এ কে এম কামরুজ্জামান জানিয়েছিলেন, মানবপাচারকারীদের সহায়তায় ভারত থেকে সীমান্ত দিয়ে ওই রোহিঙ্গারা সিলেটে প্রবেশ করে।
বিডি প্রতিদিন/এ মজুমদার