সিলেটে আটক ১৪ রোহিঙ্গাকে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হয়েছে। গতকাল সোমবার রাতে পুলিশ প্রহরায় তাদের ওই ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।
জানা গেছে, গত রবিবার সকালে সিলেট মহানগরীর দক্ষিণ সুরমার হুমায়ুন রশীদ চত্বর থেকে দুই মানবপাচারকারী ও ১৪ রোহিঙ্গাকে আটক করে র্যাব।
পরে র্যাব মানবপাচারকারী উখিয়ার কুতুপালং চার নং ক্যাম্পের মো. সাদেক (২২) ও সিলেটের কানাইঘাট উপজেলার ডোনা গ্রামের মো. সেলিম আহমেদের (২৩) বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় মামলা করেন। এরপর গত সোমবার তাদের আদালতে হাজির করা হলে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক। একই সঙ্গে ১৪ রোহিঙ্গাকে ক্যাম্পে পাঠানোর আদেশ দেওয়া হয়।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার বি এম আশরাফ উল্যাহ তাহের জানান, গত সোমবার রাত সাড়ে ৮টার দিকে রোহিঙ্গাদের সিলেট থেকে পাঠানো হয় উখিয়া ক্যাম্পে। পুলিশি প্রহরায় তাদের সেখানে পাঠানো হয়।
বিডি প্রতিদিন/আবু জাফর