করোনাভাইরাসের ২ লাখ ২৮ হাজার ডোজ টিকা (ভ্যাকসিন) সিলেটে পৌঁছেছে। আজ রবিবার সোয়া ১১টার দিকে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের একটি ফ্রিজার ভ্যানযোগে ১৯ কার্টুনে টিকাগুলো এসে পৌঁছায় সিভিল সার্জন কার্যালয়ে। সেগুলো গ্রহণ করেন সিভিল সার্জন প্রেমানন্দন মন্ডল। পরে টিকাগুলো সিভিল সার্জন কার্যালয়ের সম্প্রসারি টিকাদান কর্মসূচি (ইপিআই) ভবনে নির্ধারিত তাপমাত্রায় রাখা হয়।
সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল জানান, সিলেট জেলার জন্য ১৯টি কার্টনে ২ লাখ ২৮ হাজার ডোজ টিকা এসেছে। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে টিকাদান শুরু হতে পারে। এখন টিকাদানের জন্য স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দেয়ার কাজ চলছে।
এদিকে, সিলেটে টিকাদানের জন্য প্রাথমিক পর্যায়ে তিনটি স্থান নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল এবং সিলেট সিটি করপোরেশন পরিচালিত বিনোদিনী হাসপাতাল। এ তিন হাসপাতালে অন্তত ১০টি কেন্দ্রের মাধ্যমে টিকাদান হতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান।
তবে সিভিল সার্জন কার্যালয় সূত্র জানিয়েছে, পুরোদমে টিকাদান কার্যক্রমের জন্য সিলেট জেলায় ১৫৩টি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ২৫টি সিটি করপোরেশন এলাকায়, বাকিগুলো জেলার বিভিন্ন উপজেলায়।
সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলাম জানান, প্রতিটি কেন্দ্রে দুজন স্বাস্থ্যকর্মী ও চারজন স্বেচ্ছাসেবক থাকবেন। টিকাদান পরবর্তী পরিস্থিতি পর্যবেক্ষণে থাকবেন সাত সদস্যের চিকিৎসক দল।
বিডি প্রতিদিন/আবু জাফর