২ মার্চ, ২০২১ ১৭:২৩

সিলেটে নিষিদ্ধ সংগঠন আনসার আল ইসলামের সদস্য আটক

নিজস্ব প্রতিবেদক, সিলেট:

সিলেটে নিষিদ্ধ সংগঠন আনসার আল ইসলামের সদস্য আটক

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলাম’র এক সদস্যকে অস্ত্রসহ আটক করেছে র‌্যাব। মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গত সোমবার দিবাগত রাত ১২টার দিকে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া উদ্যানের ২টি টিলার মধ্যবর্তী স্থানে গোপন বৈঠককালে অভিযান চালিয়ে মো. কামরুজ্জামান লিটন (৩৬) নামের ওই জঙ্গিকে আটক করা হয়। এসময় কামরুজ্জামানের সহযোগীরা দৌড়ে পালিয়ে যায়। 

আটক কামরুজ্জামান লিটন ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলার সাতবিলাকুলছাড়া গ্রামের মো. উম্মত আলী মন্ডলের ছেলে। তার কাছ থেকে একটি বিদেশি রিভলবার, গুলি, আইন-শৃঙ্খলা বিরোধী লিফলেট ও জিহাদি বই উদ্ধার করা হয়। 

র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি ওবাইন জানান, নিষিদ্ধ ‘আনসার আল ইসলাম’ নাশকতার উদ্দেশ্যে নিজেদের সাংগঠনিক কার্যক্রম জোরদারের চেষ্টা চালিয়ে যাচ্ছিল। এজন্য তারা গোপনে চাঁদাও সংগ্রহ করছিল। আটক মো. কামরুজ্জামান লিটনের কাছ থেকে সংগঠনটি সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। পালিয়ে যাওয়া তার সহযোগীদের গ্রেফতারে র‌্যাব তৎপর রয়েছে। 

বিডি প্রতিদিন/ মজুমদার 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর