দুই’শ পাউন্ড ওজনের কেক কেটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু-কিশোর দিবস পালন করেছে বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখা।
আজ বুধবার সকালে হাসপাতালের হলরুমে বিশাল কেক কেটে তারা বঙ্গবন্ধুর জন্মদিন পালন করেন। এর আগে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও বর্ণাঢ্য শোভাযাত্রা করে নার্সেস এসোসিয়েশন। কেক কাটার পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
বিএনএ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সভাপতি শামীমা নাসরীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেকের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. ময়নুল হক।
বিশেষ অতিথি ছিলেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. ব্রায়ান বঙ্কিম হালদার, হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায়, ওসমানী মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ও হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান ডা. শিশির চক্রবর্তী প্রমুখ।
বিডি প্রতিদিন/আবু জাফর