২০ এপ্রিল, ২০২১ ১৮:২৩

বিশ্বনাথে হাইব্রিড তেজ ধানের নমুনা শস্য কর্তন

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি

বিশ্বনাথে হাইব্রিড তেজ ধানের নমুনা শস্য কর্তন

সিলেটের বিশ্বনাথ উপজেলার কৃষকরা ব্যস্ত সময় পার করছেন বোরো ধান কাটায়। সেই সাথে আজ উপজেলায় নতুন জাতের বোরো ধানের নমুনা শস্য কর্তন করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ নমুনা শস্য কর্তন করা হয়।

মঙ্গলবার দুপুরে উপজেলার দেওকলস ইউনিয়নের কালিজুরি এলাকার মাঠে কৃষকদের সঙ্গে নিয়ে হাইব্রিড তেজ জাতের বোরো ধানের নমুনা শস্য কর্তন কার্যক্রমের উদ্বোধন করেন বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চন্দ্র দাশ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায়, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সজীব সরকার, এসএপিপিও মনোজ কান্তি দেবনাথ, স্থানীয় ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা জীবন চন্দ্র দে ও কৃষকরা।

কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায় জানান, উপজেলায় এবছর লক্ষ্যমাত্রার চাইতেও বেশি বোরো ধান আবাদ হয়েছে। ফলনও সন্তোষজনক। আমাদের ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা রয়েছে ৩৫ হাজার মেট্রিক টন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন চন্দ্র দাশ বলেন, কৃষিবান্ধব সরকার কৃষি ও কৃষকের উন্নয়নে কাজ করে যাচ্ছে। কৃষিতে সমৃদ্ধি আনতে কৃষকদের সার্বিক সহযোগিতার পাশাপাশি ভর্তুকি মূল্যে আধুনিক যন্ত্রপাতিও সরবরাহ করা হচ্ছে।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর