৭ মে, ২০২১ ১১:৩৬

বিশ্বনাথে অসহায়দের কাছে খাবার পৌঁছে দিচ্ছেন তরুণরা

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি

বিশ্বনাথে অসহায়দের কাছে খাবার পৌঁছে দিচ্ছেন তরুণরা

করোনাভাইরাসের কারণে সৃষ্ট দুর্যোগকালে অসহায় মানুষের কাছে খাদ্য সহায়তা পৌঁছে দিচ্ছেন সিলেটের বিশ্বনাথ উপজেলার একদল তরুণ। পাশাপাশি জনসাধারণকে সচেতন করতে সুরক্ষা সামগ্রীও বিতরণ করছেন তারা। 

'বিশ্বনাথ ইয়ুথ অরগানাইজেশান'-এর ব্যনারে করোনার দ্বিতীয় ধাপের শুরু থেকেই নানা পর্যায়ে তারা পরিচালনা করছেন করোনাকালীন মানবিক সহায়তা কর্যক্রম। ইতোমধ্যেই বিশ্বনাথ পৌর শহরের শতাধিক অসহায় শ্রমজীবী মানুষের বাড়িতে বাড়িতে খাদ্য সহায়তা ও ঈদ সামগ্রী পৌঁছে দিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ।

সংস্থার সভাপতি তামিম আহমদ জানান, আমাদের মতো দেশে করোনার বিস্তার রোধ করা অনেক কঠিন। এ ক্ষেত্রে স্বাস্থ্যবিধি ও সরকারি নিদের্শনা মানলে সংক্রমণ ঠেকানো যেতে পারে। আমরা সাধ্যমতো অসহায় মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দিচ্ছি।


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর