সিলেটের বিশ্বনাথে প্রায় তিন কোটি টাকা ব্যয়ে পাঁচটি সড়কের মেরামত কাজের উদ্বোধন করেছেন সিলেট-২ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মোকাব্বির খান। বুধবার দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পৃথক পৃথক স্থানে এ সড়কগুলোর উদ্বোধন করেন তিনি।
সড়কগুলো হলো-উপজেলার রামপাশা-রাজাগঞ্জ-উত্তর বিশ্বনাথ-লামাকাজি ইউপি সড়ক, বৈরাগীবাজার-দৌলতপুর ইউপি সড়ক, গুলচন্দ বাজার-ভুরকি বাজার-বাংলাবাজার সড়ক, দশঘর ইউপি-লহরী-মাছুখালি বাজার সড়ক ও বাগিছা বাজার-কজাকাবাদ সড়ক।
সড়ক উদ্বোধনকালে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আবু সাঈদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী আতাউর রহমান, দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, দেওকলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) খায়রুল আমিন আজাদ, উপ-সহকারী প্রকৌশলী প্রদীপ চন্দ্র দেবনাথ, দশঘর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান পাবেল সামাদ ও উপজেলা ছাত্রলীগ সভাপতি (ভারপ্রাপ্ত) পার্থসারথী দাশ প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই