সিলেটে ধর্ষণের সময় হাতেনাতে এক যুবককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। আজ শনিবার ওই যুবককে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করেছে পুলিশ।
আটক যুবক ইমরান আহমদ (২৫) সিলেটের জালালাবাদ থানার উত্তর হাটখোলা গ্রামের মৃত হানিফ উল্লাহর ছেলে। গতকাল শুক্রবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে ভুক্তভোগী নারীর বাড়ি থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাত ১১টার দিকে জালালাবাদ থানাধীন এক নারীর বাসায় ঢুকে জোরপূর্বক ধর্ষণ করে। ঘটনা টের পেয়ে স্থানীয় লোকজন ভিকটিমকে উদ্ধার ও ধর্ষককে আটক করে জালালাবাদ থানায় নিয়ে আসেন। পরে ভিকটিম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।
জালালাবাদ থানার ওসি নাজমুল হুদা খান জানান, ভিকটিমকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত ইমরানকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর