সিলেটের বিশ্বনাথে পাখির বাসা দেখানোর কথা বলে জঙ্গলে নিয়ে দুই স্কুল শিক্ষার্থীকে (১০) বলাৎকার করেছে চার বখাটে তরুণ। সম্প্রতি বলাৎকারের ভিডিওচিত্রটি এলাকায় ভাইরাল করেছে তারা। বুধবার (২ জুন) বিকেলে চার তরুণের বিরুদ্ধে বিশ্বনাথ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বলাৎকারের শিকার এক শিশুর মা।
অভিযুক্তরা হল- উপজেলার দৌলতপুর ইউনিয়নের ভাটিপাড়া গ্রামের শফিক মিয়ার ছেলে মিজান আহমদ (১৯), শানুর মিয়ার ছেলে সাদিক মিয়া (২০), মন্টু মিয়ার ছেলে নিশাদ আহমদ (২০), জফির মিয়ার ছেলে সাজু মিয়া (১৯)। অভিযোগ পাওয়ার পরপরই বিশ্বনাথ থানা পুলিশ অভিযান চালিয়ে সাদিক ও সাজুকে তাদের নিজ বাড়ি থেকে আটক করে।
অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করেন বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী আতাউর রহমান বলেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ইতোমধ্যে জড়িত দু’জনকে আটক করা হয়েছে। অন্যান্যদেরকে আটক করতে অভিযান চলছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার