করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণ রোধকল্পে সারাদেশে সরকার জারি করেছে এক সপ্তাহের কঠোর লকডাউন। কঠোর লকডাউনের তৃতীয় দিনে সিলেটে পুলিশ প্রশাসন হার্ড লাইনে থাকলেও রাস্তায় মানুষের চলাফেরা বেড়েছে।
এদিকে নিয়ম ভঙ্গ করায় পুলিশ প্রতিদিন আটক করছে যানবাহন। কিন্তু তারপরও নগরীর রাস্তায় মানুষকে অযথা যানবাহন নিয়ে ঘোরাফেরা করতে দেখা গেছে। গেল দুই দিন যানবাহন নিয়ে মানুষের চলাফেরা কম থাকলেও আজ শনিবার অনেকটা বেশি দেখা গেছে। এতে পুলিশের হাতে আটক হয়েছে ২১৮টি যানবাহন।
পুলিশ সূত্রে জানা গেছে, লকডাউন বাস্তবায়নে এসএমপির ক্রাইম ও ট্রাফিক ডিভিশনের সাথে ডিবি পুলিশ ও পুলিশ লাইন্স অফিসার এবং ফোর্স যৌথভাবে এসএমপির বিভিন্ন স্থানে ১৬ টি চেকপোস্ট বসিয়ে শনিবার অভিযান পরিচালনা করা হয়। বিধি নিষেধ অমান্য করায় সিলেট মেট্রোপলিটন পুলিশের অভিযানে সিএনজি অটোরিকশা ৩৩ টি, মোটরসাইকেল ৬০ টি, প্রাইভেট কার ১৭ টি ও অন্যান্য ৯ টি মামলাসহ সর্বমোট ১১৯টি মামলা দায়ের করা হয়। এছাড়া সিএনজি অটোরিকশা ৫১ টি, মোটরসাইকেল ৮৫ টি, প্রাইভেট কার ৬ টি, অন্যান্য ৭৬ টি সহ ২১৮ টি যানবাহন আটক করা হয়।
অন্যদিকে পুলিশি ডিউটিতে সেনাবাহিনী ও বিজিবির যৌথ অভিযানে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক লকডাউন বিধিনিষেধ ভঙ্গ করায় নগরীর বিভিন্ন স্থানে ৭৬ হাজার ৩০০ টাকা জরিমানা আদায় এবং ১ জনকে আটকও করা হয়।
বিডি প্রতিদিন/আরাফাত