সিলেটের বিশ্বনাথ থানাধীন লামাকাজী এলাকায় সুরমা নদী থেকে আব্দুল মালেক (৬০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকালে নদীতে লাশ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে বিশ্বানাথ থানা পুলিশের একটি দল ঘটনাস্থল গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠায়। আব্দুল মালেক বিশ্বনাথ থানাধীন লামাকাজী রাজপুর গ্রামের মৃত জয়দুল্লার ছেলে।
বিশ্বনাথ থানার ওসি গাজী আতাউর রহমান জানান, গত বৃহস্পতিবার রাতে লামাকাজী এলাকায় সুরমা নদীতে নৌকার উপর আব্দুল মালেকসহ কয়েকজন বসে আড্ডা দিচ্ছিলেন। এসময় গ্রামের লোকজন চোর সন্দেহে চিৎকার করলে অন্যরা নৌকা থেকে লাফিয়ে পড়ে সাঁতার কেটে পালিয়ে গেলেও মালেক তলিয়ে যান।রবিবার এলাকার লোকজনের দেয়া তথ্যে তার লাশ উদ্ধার করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার