করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণ রোধকল্পে সারাদেশের ন্যায় সিলেটেও চতুর্থ দিনের (রবিবার) লকডাউন পালিত হয়েছে। চতুর্থ দিনের লকডাউনে আইন অমান্য করায় সিলেট মেট্রোপলিটন এলাকায় পুলিশের অভিযানে ১২৬টি মামলা ও ২২৩টি যানবাহন আটক করা হয়।
পুলিশ জানায়, আজ রবিবার লকডাউন বাস্তবায়নে এসএমপির ক্রাইম ও ট্রাফিক ডিভিশনের সাথে ডিবি পুলিশ ও পুলিশ লাইন্স অফিসার এবং ফোর্স যৌথভাবে এসএমপির বিভিন্ন স্থানে ১৬টি চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করা হয়।
বিধিনিষেধ অমান্য করায় পুলিশের অভিযানে সিএনজি অটোরিকশা ৩৭টি, মোটরসাইকেল ৭৫টি, প্রাইভেট কার ৮টি ও অন্যান্য ৬টিসহ সর্বমোট ১২৬টি মামলা দায়ের করা হয়। এছাড়া সিএনজি অটোরিকশা ৪৬টি, মোটরসাইকেল ১২৭টি, প্রাইভেটকার ১৩টি, অন্যান্য ৩৭টিসহ মোট ২২৩টি যানবাহন আটক করে পুলিশ। পাশাপাশি পুলিশি ডিউটিতে সেনাবাহিনী ও বিজিবির যৌথ অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে লকডাউন বিধিনিষেধ ভঙ্গ করায় নগরীর বিভিন্ন স্থান থেকে ৮৬ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়।
বিডি প্রতিদিন/আরাফাত