সিলেটে করোনায় একদিনে আবারও সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড স্পর্শ করেছে। সোমবার সকাল ৮টা থেকে পূর্ববর্তী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনায় মারা গেছেন ৮ জন। এর আগে সমান সংখ্যক মৃত্যু হয়েছিল গত ৮ এপ্রিল। ওই দিনও সিলেট বিভাগে মারা গিয়েছিলেন ৮ জন। এর আগে গত ১ জুলাই মারা যান ৭ জন। যা চলতি মাসের মধ্যে সর্বোচ্চ মৃত্যু ছিল।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের বিভাগীয় পরিচালক ডা. সুলতানা রাজিয়া জানান, গেল ২৪ ঘন্টায় যে ৮ জনের মৃত্যু হয়েছে তার মধ্যে সিলেট জেলার ৪ জন, হবিগঞ্জের ২ জন এবং সুনামগঞ্জ ও মৌলভীবাজারের একজন করে রয়েছেন। এ নিয়ে সিলেট বিভাগে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯১ জনে। এর মধ্যে সর্বোচ্চ সংখ্যক ৩৯৯ জন মারা গেছেন সিলেট জেলায়। এছাড়া সুানমগঞ্জে ৩৪ জন, হবিগঞ্জে ২১ জন ও মৌলভীবাজারে ৩৭ জন মারা গেছেন।
সোমবার সকাল ৮টা থেকে পূর্ববর্তী ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষায় আক্রান্ত সনাক্ত হয়েছেন ২৫৩ জন। যার মধ্যে ১১৭ জনই সিলেটের। বিভাগের বাকি তিন জেলার মধ্যে মৌলভীবাজারে ৬১ জন, হবিগঞ্জে ৫৪ জন ও সুনামগঞ্জে ২১ জন আক্রান্ত সনাক্ত হয়েছেন। গতকাল সোমবার নমুনা পরীক্ষা বিবেচনায় আক্রান্ত সনাক্তের হার ছিল ৩৩.৯৬ শতাংশ। আর নতুন এই ২৫৩ জন নিয়ে সিলেট বিভাগে আক্রান্ত সনাক্তের সংখ্যা দাঁড়ালো ২৬ হাজার ৯৬৭ জনে।
গেল ২৪ ঘন্টায় সিলেট বিভাগে করোনা থেকে সুস্থ হয়েছেন ১০৬ জন। নতুনদের নিয়ে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার ৮৬ জনে। এর মধ্যে সিলেট জেলার ১৬ হাজার ৪০১ জন, সুনামগঞ্জের ২ হাজার ৮৩৬ জন, হবিগঞ্জে ২ হাজার ১১৭ জন ও মৌলভীবাজারের ২ হাজার ৭৩২ জন। সোমবার সকাল পর্যন্ত সিলেট বিভাগের চার জেলায় হাসপাতালে ভর্তি ছিলেন ৪২৪ জন করোনা আক্রান্ত রোগী।
বিডি প্রতিদিন/এ মজুমদার