সিলেট নগরীর শিববাড়ি এলাকায় রাস্তার পাশ থেকে এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তরুণীর (২২) মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। পুলিশ তরুণীর পরিচয় সনাক্তে স্বজনদের খুঁজছে।
গত সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে মোগলাবাজার থানাধীন শিববাড়িস্থ প্রগতি সিনএজি পাম্পের পাশ থেকে তরুণীর লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, নৈশকালীন টহলের সময় রাস্তার পাশে আহতাবস্থায় তরুণীকে পড়ে থাকতে দেখে পুলিশ তাকে উদ্ধার করে ওসমানী হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসক তখন জানান তরুণী হাসপাতালে আনার আগেই মারা গেছেন।
তরুণীর পরিচয় সনাক্তের চেষ্টা চলছে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার বি এম আশরাফ উল্যাহ তাহের।
বিডি প্রতিদিন/এ মজুমদার