সিলেটের বিশ্বনাথ উপজেলায় সড়কের ঝোপঝাড় নিয়ে ‘বিশ্বনাথে সড়কের ঝোপঝাড়ে দুর্ঘটনার শঙ্কা’ শিরোনামে ‘বাংলাদেশ প্রতিদিন’র অনলাইন ভার্সনে সচিত্র সংবাদ প্রকাশের পর ঝোপঝাড় অপসারণ শুরু করেছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। ডিজিটাল মেশিনের মাধ্যমে উপজেলার প্রবেশ পথের দু’পাশে অপ্রয়োজনীয় গাছপালা-ঝোপঝাড় গজিয়ে সৃষ্টি হওয়া জঙ্গল পরিস্কার করা হচ্ছে। দুর্ঘটনা রোধ, নির্বিঘ্নে পথচারী ও যানবাহন চলাচলের উপযোগী করতে এ উদ্যোগ গ্রহণ করে কর্তৃপক্ষ।
রবিবার বিশ্বনাথ-রশিদপুর সড়কের বাইপাস পয়েন্ট থেকে শুরু করে দু’পাশে গজিয়ে উঠা অপ্রয়োজনীয় গাছ, লতা-পাতা পরিস্কার করতে দেখা যায় ‘সওজ’র পরিছন্নতা কর্মীদের।
এসময় কাজ তদারকির দায়িত্বে থাকা সড়ক ও জনপথ সিলেট-বিশ্বনাথ সড়ক উপ-বিভাগের, উপ-বিভাগীয় প্রকৌশলী নূরে আলম সিদ্দিকী ‘বাংলাদেশ প্রতিদিন’কে বলেন, সিলেটে এই প্রথম ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে (মেশিনের সাহায্যে) সড়কের পার্শ্বে গজিয়ে ওঠা ঝোপঝাড় অপসারণ শুরু হয়েছে। এ প্রযুক্তির দ্বারা অধিক সংখ্যক শ্রমিকের কাজ এক জনের দ্বারাই করা সম্ভব। দ্রুত সড়কের ঝোপঝাড় অপসারণ সম্পন্ন করা হবে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন