সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের বহিষ্কৃত বিদ্রোহী প্রার্থীর পক্ষে প্রকাশ্যে প্রচার-প্রচারণা ও মিছিল করতে দেখা গেছে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা আলী আমজদকে। দলীয় প্রতীক নৌকার বিপক্ষে গিয়ে বিদ্রোহী প্রার্থীর মোটরসাইকেল প্রতীকের পক্ষে সভাপতির এমন প্রচারণায় ক্ষুব্ধ ও হতাশ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।
সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে মিছিলের ভিডিওটি ছড়িয়ে পড়ে। রবিবার বিকেলে মিছিলটি অনুষ্ঠিত হয়।
দ্বিতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ ১১ নভেম্বর। এ উপলক্ষে উপজেলার ৫টি ইউনিয়নে চলছে প্রার্থীদের শেষ মুহূর্তের প্রচারণা। এবারের নির্বাচনে বিএনপি নির্বাচনে না আসলেও আওয়ামী লীগের রয়েছে একক প্রার্থী। তবে আওয়ামী লীগের দলীয় প্রার্থীর বিরুদ্ধে একাধিক বিদ্রোহী প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেছেন। বিদ্রোহী প্রার্থীদের ইতোমধ্যে বহিষ্কার করেছে জেলা আওয়ামী লীগ।
দলীয় সীদ্ধান্ত অমান্য করায় গত বৃহস্পতিবার কোম্পানীগঞ্জে ৫ জন প্রার্থীকে দল থেকে বহিষ্কার করা হয়। এই তালিকায় রয়েছেন পূর্ব ইসলামপুর ইউনিয়ন পরিষদে মোটরসাইকেল প্রতীক নিয়ে চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক মো. ইলিয়াছুর রহমান।
এদিকে, ইলিয়াছুর রহমানের পক্ষে উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুক্তিযোদ্ধা আলী আমজদের প্রচারণা ও মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে পড়েছে। তাঁর এ কাণ্ড নিয়ে উপজেলাজুড়ে চলছে তুমুল আলোচনা-সমালোচনা।
উপজেলার তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মীরা বলছেন, সভাপতির এমন আচরণে দলীয় শৃঙ্খলা ভঙ্গ হয়েছে। এছাড়াও নৌকার প্রার্থীর মনোবল হারানোর সমূহ আশঙ্কা রয়েছে।
এ বিষয়ে জানতে মুক্তিযোদ্ধা আলী আমজদের মুঠোফোনে বার বার যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
এ প্রসঙ্গে সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী বলেন, দলীয় প্রার্থীর বিরুদ্ধে যিনি অবস্থান নেবেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন