ধাপে ধাপে সিলেটসহ সারা দেশে চলছে ইউনিয়ন পরিষদ নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে সিলেটের বেশিরভাগ ইউনিয়নে প্রকাশ্যে চলে আসছে আওয়ামী লীগের ঘরোয়া কোন্দল।
চেয়ারম্যান হতে আগ্রহী আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৌকাবঞ্চিত নেতারা অনেক ইউনিয়নে হচ্ছেন বিদ্রোহী প্রার্থী। তবে এ ক্ষেত্রে কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী কঠোর সিলেট জেলা আওয়ামী লীগ। নৌকা প্রতীক পাওয়া দলীয় প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনের ঘোষণা দেওয়া সবাইকে একে একে বহিষ্কার করা হচ্ছে আওয়ামী লীগ থেকে। এভাবে আরও ৪ জনকে বহিষ্কার করা হয়েছে।
জানা গেছে, দলীয় নির্দেশনা না মেনে নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় জকিগঞ্জে আওয়ামী লীগের ৪ নেতাকে বহিষ্কার করা হয়েছে।
সিলেট জেলা আওয়ামী লীগ সূত্র গণমাধ্যমকে এ বিষয়টি নিশ্চিত করেছে।
সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গত ২৫ ডিসেম্বর তাদের বহিষ্কার করা হয়।
তারা হলেন, উপজেলার বারহাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও সিলেট মহানগর যুবলীগের সাবেক সদস্য সুমন আহমদ, ৪ নং খলাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ও জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল গফুর, সুলতানপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ও জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য রফিকুল ইসলাম এবং ৮নং কসকনকপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী ও জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য আলতাফু রহমান লস্কর।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন