সিলেটের ওসমানীনগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী শামীম আহমেদের (ভিপি) পক্ষে নৌকায় ভোট প্রার্থনায় মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী। প্রতীক ঘোষণার পর থেকেই তিনি ওসমানিনগর উপজেলার বিভিন্ন ইউনিয়নে নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টির লক্ষে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
গ্রাম-গঞ্জে, হাট-বাজারে শেখ হাসিনার উন্নয়নমূলক কার্যক্রমের প্রচারণার মাধ্যমে নৌকার পক্ষে তিনি গণজোয়ার সৃষ্টি করছেন। গত কয়েকদিন ধরে দয়ামির বাজার, উমরগঞ্জ, খাদিপুরসহ শতাধিক উঠান বৈঠকে অংশগ্রহণ করেছেন তিনি।
এ সময় সাথে ছিলেন সিলেট জেলা যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম, শাহিন আহমদ, সাজলু লস্কর, কামরুল ইসলাম, ঢাকা দক্ষিণ যুবলীগ নেতা আবির আহমদ, শহীদুল ইসলাম হৃদয়, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মুহিবুর রহমান, সিলেট জেলা ছাত্রলীগের মাহমুদুল হাসান ও বাবর হোসাইন চৌধুরী প্রমুখ।
বিডি প্রতিদিন/এএম