শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগের দাবিতে সিলেটে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার বিকেলে সিলেট শিক্ষাবোর্ডের সামনে সিলেট-জকিগঞ্জ সড়ক অবরোধ করে তারা বিক্ষোভ প্রদর্শন করেন। এ সময় শিক্ষার্থীরা সড়কে বসে প্রতিবাদ জানান এবং সড়কের উপরই আদায় করেন আসরের নামাজ।
ঢাকার দিয়াবাড়িতে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমানের দুর্ঘটনায় শিক্ষার্থী হতাহতের খবরে দেশজুড়ে শুরু হয় শোকের ছায়া। এর মধ্যে পরীক্ষা স্থগিত নিয়ে অনিশ্চয়তা এবং শেষ মুহূর্তে সিদ্ধান্ত গ্রহণে ক্ষোভে ফেটে পড়ে শিক্ষার্থীরা। ঢাকায় সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনাও সিলেটের শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তপ্ত করে তোলে।
বিকেল ৪টার দিকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের এইচএসসি পরীক্ষার্থীরা সিলেট শিক্ষা বোর্ডের সামনে জড়ো হন। এরপর সড়কে অবস্থান নিয়ে শুরু করেন স্লোগান, প্রতিবাদ এবং বিক্ষোভ। তাদের দাবি, দেরিতে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত ও প্রশাসনের অযোগ্যতার কারণে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিকভাবে হয়রানির শিকার হতে হয়েছে।
এক শিক্ষার্থী বলেন,'বিমান দুর্ঘটনায় আমাদের সহপাঠীরা নিহত হয়েছে, সারাদেশ শোকাহত। এমন সময় রাত ৩টায় পরীক্ষা স্থগিতের ঘোষণা আসে। এটা কী ধরনের সিদ্ধান্ত? এত অযোগ্য উপদেষ্টা ও সচিবের আর দায়িত্বে থাকার অধিকার নেই।'
সড়ক অবরোধের ফলে সিলেট-জকিগঞ্জ রোডে উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। সাধারণ মানুষকে পড়তে হয় দুর্ভোগে। তবে শিক্ষার্থীরা জানান, এই প্রতিবাদ তাঁদের ন্যায্য দাবি আদায়ের জন্য, কারণ প্রশাসনের অবহেলা আর চুপ করে সহ্য করা সম্ভব নয়।
বিডি প্রতিদিন/মুসা