সিলেটে করোনা আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনার নতুন ভেরিয়েন্টে সিলেটে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো তিনজনে। বুধবার সিলেটে করোনা আক্রান্ত আরেক জনের মৃত্যুর খবর জানিয়েছেন স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. আনিসুর রহমান।
তিনি জানান, সিলেট নগরীর জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনা আক্রান্ত এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তিনি করোনা ছাড়াও বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
এখন পর্যন্ত করোনার নতুন ভেরিয়েন্টে যে তিন জন মারা গেছেন তাদেও মধ্যে দুইজন মারা গেছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে।
স্বাস্থ্য বিভাগ জানায়, গত ২৪ ঘণ্টায় সিলেটে ১২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছিল। এর মধ্যে আক্রান্ত সনাক্ত হয়েছেন ১ জন। এখন পর্যন্ত সিলেটে করোনার নতুন ভেরিয়েন্টে আক্রান্ত ৩০ জন সনাক্ত হয়েছেন।
বিডি প্রতিদিন/এএম