সিলেটে অপহরণের পর মুক্তিপণ না পেয়ে ছাদ থেকে ফেলে খুনের মামলায় দুইজনকে গ্রেফতার করেছে র্যাব। শনিবার (৯ আগস্ট) গ্রেফতারকৃত দুইজনকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। গত শুক্রবার রাতে ঢাকা ও সিলেটে পৃথক অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে র্যাব-৯ এর গণমাধ্যম শাখা।
গ্রেফতারকৃতরা হলো- সিলেটের কানাইঘাটের পূর্ব কাড়াবাল্লা গ্রামের মো. আব্দুল মজিদের ছেলে নাজমুল হোসেন রায়হান (২০) ও সুনামগঞ্জের ধর্মপাশার রাজাপুর গ্রামের গোলাম কিবরিয়ার ছেলে রাজু আহমদ (১৮) ।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে র্যাব-৯ ও র্যাব-৩ এর যৌথ দল ঢাকার ধানমন্ডি এলাকায় অভিযান চালিয়ে পলাতক আসামি নাজমুল হোসেন রায়হানকে গ্রেপ্তার করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে রাত সাড়ে ১১টার দিকে সিলেট নগরীর মজুমদারী কোনাপাড়া এলাকায় অভিযান চালিয়ে রাজু আহমদকে গ্রেপ্তার করা হয়।
প্রসঙ্গত, ২০২৪ সালের ১৮ জুন রাতে অসুস্থ বোনকে দেখতে সিলেট আসেন গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর এলাকার পূর্বভাগ কলাশহর গ্রামের মৃত ইলিয়াস আলীর ছেলে আবুল হাসান। সাথে ছিলেন তার চাচাতো ভাই মিনহাজ। বোনকে দেখতে হাসপাতালে যাওয়ার কথা থাকলেও চালক ও অটোরিকশার অপর যাত্রী তাদেরকে জিম্মি করে নগরীর আম্বরখানাস্থ একটি পাঁচতলা ভবনের ছাদে নিয়ে যায়। সেখান থেকে মিনহাজ কৌশলে পালাতে সক্ষম হলেও আবুল হাসানকে জিম্মি করে রাখে অপহরণকারীরা। পরে মুক্তিপণ না পেয়ে তাকে মারধর করে ওই ভবনের ছাদ থেকে নিচের একটি টিনশেডের বাসার উপর ফেলে দেয়। গুরুতর আহতাবস্থায় তাকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে সেখানে তিনি মারা যান।
বিডি প্রতিদিন/জামশেদ