ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ধূমপানে স্ট্রোক হয়। এগুলো আমার কথা নয়, বিড়ি-সিগারেটের প্যাকেটের গায়ে লেখানো কথা। দেশের আইনে জনসম্মুখে ধূমপান করলে জরিমানার বিধান করা হয়েছে। ধূমপানকারীদের জনসম্মুখে ধূমপান করতে নিষেধ করা হলে সুন্দর একটি জবাব পাওয়া যায়। আর তা হলো- তোমার টাকায় কিনে খাই না। প্রশ্ন হলো ধূমপান আইনের রক্ষক কারা? গত কয়েকদিন আগে একজন মন্ত্রী দেশের আইনশৃঙ্খলা বাহিনীর মাঝখানে শিক্ষার্থী ও শিক্ষকদের সামনে বসে প্রকাশ্যে ধূমপান করেছেন। পত্রিকার মাধ্যমে বিষয়টি জনগণ জানতে পারলেও জানতে পারেনি জরিমানা নেওয়া হয়েছে কি-না?
শিক্ষক, পুলিশ, সেনাবাহিনী, র্যাব ও বিজিবি এ সব বাহিনীর কেউ জরিমানা আদায়কারী না হলে, ধূমপান আইনের রক্ষককারী? জরিমানা আদায় করা না হলে মহান সংসদের মূল্যবান সময় নষ্ট করে কেন আইন পাস করা হলো? আইনের রক্ষক না থাকলে সেই আইনের মূল্যই বা কতটুকু ও ধূমপান আইনের রক্ষক কারা? জানতে পারি কী?
মো. আজিনুর রহমান লিমন
ডিমলা, নীলফামারী।