পরিবহন ব্যবসায়ী ও যুবদল নেতা হারুনুর রশিদ চৌধুরীকে হত্যার সুষ্ঠু ও নিরপেক্ষ বিচারের দাবিতে মানববন্ধন করেছে 'সন্ত্রাস প্রতিরোধ কমিটি'। আজ চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন পালন করা হয়। মানববন্ধনে আন্তঃজেলা ট্রাক মালিক সমিতির সদস্যরাসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেয়।
মানববন্ধনে সন্ত্রাস প্রতিরোধ কমিটির আহ্বায়ক শাহাদাত আলী বলেন, প্রকাশ্য ব্যবসায়ী হারুনকে হত্যা করে সন্ত্রাসী বাহিনী এখন বুক ফুলিয়ে এলাকা চষে বেড়াচ্ছে। হারুন হত্যা মামলায় উল্লেখ করা ১০ জনের মধ্যে একজন গ্রেফতার হলেও বাকি ৯ জন উচ্চ আদালত থেকে আগাম জামিন নিয়ে এলাকায় ঘুরে বেড়াচ্ছে।
প্রসঙ্গত, গত ৩ নভেম্বর সন্ধ্যায় নগরীর সদরঘাট থানার শুভপুর বাসস্ট্যান্ডের পাশে নিজ ব্যবসা প্রতিষ্ঠানে পরিবহন ব্যবসায়ী হারুনুর রশিদ চৌধুরীকে গুলি করে হত্যা করা হয়। নিহত হারুন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দস্তগীর চৌধুরীর ভাইয়ের ছেলে। তিনি সদরঘাট থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার