চট্টগ্রাম নগরীর মাদক আস্তানা হিসেবে খ্যাত সেই বরিশাল কলোনীর শুভপুর বাস স্টেশন এলাকার আশ-পাশে অবৈধ স্থাপনায় জমজমাট মাদক আস্তানা গড়ে উঠে। প্রশাসনের নাকের ডগায় এসব আস্তা গড়ে উঠায় স্থানীয় লোকজন প্রকাশ্যে কারো বিরুদ্ধে কিছু বলতে পারছেন না বলেও সংশ্লিষ্টরা জানান। এরই মধ্যে রবিবার সকালেই জিআরপি থানার ওসি শহিদুল ইসলামের নেতৃত্বে অবৈধ একাধিক অবৈধ মাদক আস্তানার ঘর ভেঙ্গে পুড়িয়ে দিয়েছে রেলওয়ে প্রশাসন। এসময় জিআরপি পুলিশ এসআই সমর বড়ুয়াসহ আরো অনেকেই।
জানা যায়, দীর্ঘদিন ধরেই বরিশাল কলোনীতে ব্যাপক মাদক আখড়ায় পরিণত হয়েছে। বারবার পুলিশ আস্তায় হানা দিলেও রহস্যজনক কারণে বহাল তবিয়তে থাকে মাদক ব্যবসায়ীরা। এতে শুভপুর বাসস্টেশনসহ আশ-পাশের বিভিন্ন এলাকায় এসব ব্যবসা ও দিনে দিনে একাধিক ঝুপড়ি তৈরি হয়। এ ঝুপড়িতেই চলে হেরোইন, ইয়াবা, ফেনসিডিলসহ নানা অবৈধ ব্যবসা।
রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, বারবার অবৈধ স্থাপনা রেল প্রশাসন উচ্ছেদ করলেও এরা গোপনে এসব ব্যবসা করে আসছে। এতে রেল প্রশাসনের কঠোর নজরদারির কারণে মাদকসহ নানাবিধ অপর্কম থেমে গেছে। তবে শুভপুর বাসস্টেশনের পাশে অবৈধ স্থাপনায় মাদক ব্যবসা চলে আসছে। গোপন সংবাদে দ্রুত এসব ঝুপড়ি ভেঙ্গে আগুনে পুড়ে ফেলা হয়েছে। যাতে অবৈধভাবে স্থাপনা গড়ে তুলে অবৈধ ব্যবসা করতে না পারে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন