চট্টগ্রাম নগরীর ব্যবসায়ীক প্রাণ কেন্দ্র রেয়াজ উদ্দিন বাজারে অভিযান চালিয়ে ৬০০ কেজি নিষিদ্ধ পলিথিন ব্যাগ উদ্ধার করেছে পরিবেশ অধিদপ্তর।
সোমবার দুপুর ১২টার দিকে বাজারের রাসেল স্টোর থেকে এসব পলিথিন উদ্ধান করা হয় বলে জানান পরিবেশ অধিদপ্তর মহানগর কার্যালয়ের সহকারী পরিচালক সংযুক্তা দাশগুপ্তা।
তিনি বলেন, উক্ত দোকান থেকে ৬০০ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন ব্যাগ উদ্ধারের পাশাপাশি প্রতিষ্ঠানের মালিক রাসেলকে মঙ্গলবারে শুননাীতে উপস্থিত হওয়ার জন্য নোটিশ দেয়া হয়েছে। এ
অভিযানে নগরীর কোতোয়ালী থানা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন