চট্টগ্রামের সীতাকুন্ড থানা এলাকা থেকে দুই হাজার ২০০ ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন- কক্সবাজারের টেকনাফ থানার হোয়াইকং এলাকার মোহাম্মদ ইসমাইল (৬৫) ও তার স্ত্রী আমেনা বেগম (৫৫) এবং রাজিয়া বেগম (৪৫)। আজ দুপুরে পাক্কা মসজিদ এলাকার থেকে তাদের গ্রেফতার করা হয়।
বার আউলিয়া হাইওয়ে থানার ওসি আহসান হাবিব বলেন, তারা গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে যাচ্ছিলেন তখন। তখন তাদের তল্লাশি করে দুই হাজার ২০০ ইয়াবা উদ্ধার করা হয়। এসব ইয়াবার মূল্য ৬ লাখ ৬০ হাজার টাকা। তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার