ঘন কুয়াশার কারণে বিঘ্নিত হয়েছে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম। আজ সকালে বিমান চলাচল বিঘ্নিত হওয়ার পর ফের তা স্বাভাবিক হয় ।
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ম্যানেজার উইং কমান্ডার রিয়াজুল কবির জানান, শনিবার ঘন কুয়াশার কারণে বিমান চলাচল ব্যহৃত হয়। কুয়াশার কারণে ৪টি ফ্লাইট নির্ধারিত সময়ে অবতরণ করতে পারেনি। যার মধ্যে সকালে আবুধাবী থেকে আসা বাংলাদেশ বিমানের একটি শাহ আমানতে নামার কথা থাকলে তা সিলেট বিমানবন্দরে অবতরণ করে। একই ভাবে অন্যান্য ফ্লাইটও চট্টগ্রাম অবতরণ করতে পারেনি। সকাল ৯.২৫ মিনিটে বিমান চলাচল স্বাভাবিক হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার