ঘন কুয়াশার কারণে বিঘ্ন হয়েছে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরের কার্যক্রম। ফলে আভ্যন্তরিণ রুটের চারটি এবং আন্তর্জাতিক রুটের একটি ফ্লাইট বিলম্বে চট্টগ্রাম অবতরণ করে।
রবিবার সকালে দুই ঘন্টা বিমান চলাচল বিঘ্ন হওয়ার পর ফের তা স্বাভাবিক হয়।
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ম্যানেজার উইং কমান্ডার রিয়াজুল কবির জানান, ঘন কুয়াশার কারণে বিমান চলাচল ব্যাহত হয়। কুয়াশার কারণে ৫টি ফ্লাইট নির্ধারিত সময়ে অবতরণ করতে পারেনি। সকাল পৌনে দশটায় বিমান চলাচল স্বাভাবিক হয়।
জানা যায়, ঘন কুয়াশার কারণে মাসকাট থেকে যাত্রী নিয়ে আসা ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইট শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরে নামতে পারেনি। পরে সেটি কলকাতা বিমানবন্দরে অবতরণ করে। একই সময় ঘন কুয়াশার কারণে আভ্যন্তরিণ রুটের চারটি ফ্লাইট বিলম্বে উড্ডয়ন ও অবতরণ করে। এছাড়া সিঙ্গাপুর থেকে আসা একটি ফ্লাইট ঢাকায় নামতে না পেরে শাহ আমানতে অবতরণ করেছে।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন