চট্টগ্রামে অভিযান চালিয়ে ৬০ পিস ইয়াবাসহ এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। তার নাম মো. রুবেল, বয়স ২০ বছর। রবিবার দিনগত রাত সাড়ে ১২টায় নগরীর ডবলমুরিং থানার চৌমুহনী এলাকার চারিয়াপাড়ার শফিক মিয়ার বাসা থেকে তাকে আটক করা হয়।
এ ব্যাপারে ডবলমুরিং থানার ডিউটি অফিসার এএসআই মো. খায়রুল ইসলাম জানান, থানার চিহ্নিত এক মাদক ব্যবসায়ীর বাসায় রাতে অভিযান চালানো হয়েছে। এ সময় ৬০ পিস ইয়াবাসহ তাকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে আরও মামলা রয়েছে বলেও জানান তিনি।
রুবেল একই এলাকার আবু তাহেরের ছেলে।
বিডি প্রতিদিন/১৫ জানুয়ারি, ২০১৮/ওয়াসিফ